Alor Sandhane - আলোর সন্ধানে



দশম পর্বঃ


গুরুচাঁদে হরিচাঁদের মিলন :


শ্রীশ্রীহরিলীলামৃতগ্রন্থের তিরোভাব খন্ডেআমরা দেখতে পাই-----শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ভক্তগণের নিকট বলেছেন :-

 আমি নাহি ছেড়ে যাব জানিও বিশেষ ।

গুরুচাঁদ দেহে এই করিনু প্রবেশ ।।

গুরুচাঁদে ভক্তি করিস্ মোর মত ।

যাহা চাবি তাহা পাবি মনোনীত যত ।।

 শ্রীশ্রীগুরুচাঁদ চরিতেররচয়িতা আচার্যমহানন্দ হালদার উপরিউক্ত চারটি লাইন সম্পর্কে মতামত ব্যক্ত করতে যেয়ে বলেছেন -----“এই বাণীর অন্তর্নিহিত সত্য কি ? ইহা কি দেহের সহিত দেহের মিলন বা শক্তির সহিত শক্তির মিলন ? এই মিলনেরপ্রকৃত অর্থ আমরা তখনই বুঝি যখন দেখি যে শ্রীশ্রীহরি ঠাকুরের পুত্র শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর আজীবন তাহারই মহান পিতার আদর্শে জীব জগতের কল্যাণ সাধন করিয়া গিয়াছেন । যখন দেখি যে তাঁহার শ্রীপাদ আশ্রয় তলেও অসংখ্য ব্যথিত-পরাণ নরনারী রোগ শোক, জ্বালা যন্ত্রনা হইতে মুক্তি লাভের আশায় সমবেত হইয়াছিল এবং দেব দুর্লভ শান্তিলাভের অধিকারী হইয়াছিল । ইহাই শ্রীশ্রীহরিচাঁদ-গুরুচাঁদ মিলন । ইহাই মতুয়াধর্মের মর্ম্মকথা। মতুয়ামত জড়বাদী নয় ---- শক্তির সাধক ; দুর্ব্বার শক্তিবেগে অনাচার, অবিচারকে ধ্বংস করিয়া অগ্রগামীর বীর মূর্ত্তি । এই পরম সত্য প্রত্যেক মতুয়া জীবনের মূল মন্ত্র বলিয়াই শ্রীশ্রীগুরুচাঁদ ও শ্রীশ্রীহরিচাঁদকে তাহারা পৃথক করে না । তাহারা জানে ---- যে সঞ্জীবনী শক্তি তাহাদিগকে প্রাণ দিয়াছে, জাগ্রত করিয়াছে, উদ্বুদ্ধ করিয়াছে তাহা কোনও অপরাধের অপেক্ষা রাখে না ------- তাহাই বিশ্বধর শক্তি । এই শক্তির বিকাশ তাহারা যেখানেই দেখে সেখানে তাহারা শির অবনত করে । ইহাই মতুয়াধর্মের মানুষেতে নিষ্ঠামানুষবলিতে তাহারা দেহ কে বুঝে না । তাহারা শিখিয়াছে দেহআবরণ মাত্র এবং এই জন্যেই মতুয়ার” “দীক্ষানাই পূজা পার্বণ নাই । তাহারা একমেবাদ্বিতীয়মবলিবার প্রকৃত অধিকারী ।

মতুয়াএকটি শব্দ যার অর্থ হল---- মা + তুয়া = মতুয়া । ’, সংস্কৃত শব্দ হতে এসেছে । আর তুয়ামৈথিলী ব্রজ ভাষার বুলি। অর্থাৎ মানে আমি আর তুয়ামানে তুমি। আমি অর্থে জীবাত্মা, তুমি তুয়াঅর্থে পরমাত্মা । জীবাত্মা ও পরমাত্মার মিলিত অবস্থাই হল মতুয়া । মাধুর্যের সাথে ঐশ্বর্যের সহমিলন পদ্ধতির নামই হল মতুয়া মত। শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর মাধুর্য এবং শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ঐশ্বর্যের প্রতীক । আদর্শ গার্হস্থ্য যার মূল ভিত্তি, এবং হাতে কাজ, মুখে নামইতার মূলমন্ত্র । 


(চলবে)


Thank you for reading the article. Please follow and share this and support to grow further.

মন্তব্যসমূহ

SHRI SHRI HARICHAND THAKUR IS ONE OF THE SYMBOLS OF WORLD HUMANISM

Alor Sandhane - আলোর সন্ধানে

Alor Sandhane - আলোর সন্ধানে