Alor Sandhane - আলোর সন্ধানে


তৃতীয় পর্বঃ

ধর্মের প্রয়োজনীয়তা :

পূর্বেই আলোচিত হয়েছে যে, প্রকৃতির প্রয়োজনেই কোন জীবের সৃষ্টি হয় আবার তাঁর প্রয়োজনেই ধীরে ধীরে এক সময় জীবের অবলুপ্তি ঘটে । যেমন ডাইনোসর, গোল্ডেন ক্যাট ইত্যাদি প্রাণীর অবলুপ্তি ঘটেছে । আবার কিছু কিছু প্রাণী যেমন বাবুই পাখি, কচ্ছপ ইত্যাদি লুপ্তপ্রায় গোষ্ঠীর মধ্যে পড়ে । আর এ-সব কিছুই ঘটে প্রকৃতির নিয়ম মেনেই । এই পৃথিবী নামক গ্রহটিতে কয়েক লক্ষ প্রজাতির জীব আছে । প্রতিটি প্রজাতির জীবেরই প্রকৃতিগতভাবে জীবন ধারনের একটি নিয়ম আছে অর্থাৎ নির্দিষ্ট জীবনশৈলী বর্তমান । একটি উপমা দিলে বিষয়টি পরিষ্কার হবে । কিছু বিশেষ প্রজাতির মাছ, তাঁরা যখন তাঁদের ছোট বাচ্চাদের নিয়ে চড়ে বেড়ায় তখন কোন শত্রু বা বিপদ সংকেত পেলে তাঁদের মুখের মধ্যে নিজের সন্তানদের নিয়ে মুখ বন্ধ করে দেয়, আবার বিপদ কেটে গেলে বা নিরাপদ জায়গাতে বাচ্চাদের ছেড়ে দেয় । কত সুন্দর জীবনশৈলী আর প্রকৃতির কি অদ্ভুদ সৃষ্টি ! ওরা কিসের ধর্মমত মেনে চলে আর কেইবা ওদের শিক্ষা দেয় ! এককথায় প্রকৃতি । ঠিক এরকমই প্রকৃতির প্রতিটি প্রজাতির নির্দিষ্ট জীবনশৈলী আছে আর তার জন্য কোন ধর্মজ্ঞানের দরকার হয় না । মানুষও তার ব্যাতিক্রম নয় । তাহলে আমাদের কেন ধর্মপথ চিনিয়ে দেবার প্রয়োজন হয় ? যার কারণে এত সম্প্রদায়গত বিভেদ ! এত হানহানি ! এত রক্তপাত !

প্রকৃতিগতভাবে মানুষের জীবনশৈলী তো আছেই উপরন্তু আরও বেশী কিছু আছে যার জন্যই এত গন্ডগোল !! এখানেও একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে । বিজ্ঞানী আইনস্টাইন সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য ভর ও শক্তির রূপান্তরের ফর্মূলাটি আবিষ্কার করেছিলেন । অথচ তার ফর্মূলার অপব্যবহার করা হয়েছিল হিরোসীমা এবং নাগাসাকি শহরের উপর বম্ব ব্লাস্টের মাধ্যমে । যার ফল এখনও সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে । আমরা যদি প্রকৃতিগতভাবে সঠিক জীবনশৈলী মেনে চলতাম, তাহলে দেশে এত আইন ব্যবস্থারও প্রয়োজন হত না । সুতরাং প্রকৃতিগতভাবে আমরা এমন কিছু বৈশিষ্টের অধিকারী যার অপপ্রয়োগ করতে আমরা সর্বদাই সচেষ্ট। আর এটাই আমাদের সহজাত প্রবৃত্তি ! এই মানব প্রজাতির জন্যই সমাজের, প্রকৃতির বা পৃথিবীর ভারসাম্য বারংবার নষ্ট হয়েছে । আমরা সব বুঝেও বুঝি না ! তাই মানব প্রজাতির জীবনশৈলীচিনিয়ে দিতে বা মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষার জন্য ধর্মপথনামক জিনিসটির সূচনা হয়েছে । আর এখানেই ধর্মপথ অর্থাৎ সঠিক পথে চলার প্রয়োজন তেরী হয়েছে ।

(চলবে)

মন্তব্যসমূহ

SHRI SHRI HARICHAND THAKUR IS ONE OF THE SYMBOLS OF WORLD HUMANISM

Alor Sandhane - আলোর সন্ধানে

Alor Sandhane - আলোর সন্ধানে

Alor Sandhane - আলোর সন্ধানে